• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ফেনীতে শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন শুরু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ৩০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফেনীতে শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন শুরু

ফেনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৪ ও ১৮ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২  শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর ) বেলা ১১টায় ফেনীর মরহুম খাইরুল আনোয়ার পিয়ারু জিমনেসিয়ামে এই খেলা উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও তথ্য কমিশনার ড. আব্দুল মালেক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখেন। এর আগে শহরে  ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।  

খেলার  উদ্বোধনী ম্যাচে অংশ নেন সুনামগঞ্জ ও খাগড়াছড়ি জেলা দল।

খেলা উদ্বোধনের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন 

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শুসেন চন্দ্র শীল বলেন,  জাতীয় পর্যায়ের এই খেলায় ৮টি বিভাগীয় দল, ৬৪টি জেলা দল। প্রত্যেক দলে (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৪ ও ১৮ (একক ও দ্বৈত) সহ প্রায় তিনশর মতো খেলোয়াড় ও কর্মকর্তা আসছেন।  ৪ দিনব্যাপী টুর্নামেন্ট ২ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2