• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল

প্রকাশিত: ১৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩০, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কেফায়েত শাকিল। ২০২৪ সালের ২০ জুলাই প্রকাশিত তার বিশেষ প্রতিবেদন ‘সাদিক এগ্রো: পর্দার আড়ালে মেয়র আতিকের ভাতিজা শাকের, নিশ্চুপ নগর প্রশাসন’ এর জন্য টেলিভিশন ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেন। একই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন এখন টিভির রিপোর্টার দেলোয়ার হোসেন দোলনও।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার হস্তান্তর করেন পরিবেশ, বন  ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে দ্বিতীয় বারের মতো এই আয়োজনে এবার পাঁচ ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে এ পুরস্কারে ভূষিত করেন। এবার নগর পরিকল্পনা ক্যাটাগরিতে (অনলাইন ও প্রিন্ট) পুরস্কার পেয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেবা সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান, সেবা ও জনদূর্ভোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাহাত হোসাইন,  নগর বিষয়ে  অনুসন্ধানী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল সাঈদ। তবে টেলিভিশন ক্যাটাগরিতে একটি পুরস্কার থাকলেও দুজনই সমান নম্বর পাওয়ায় যৌথভাবে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল ও এখন টিভির রিপোর্টার দেলোয়ার হোসাইন দোলনকে পুরস্কৃত করা হয়।

কেফায়েত শাকিল এর আগেও ওয়ার্ল্ড ভিশনের সুপার-সমকাল আর্থকোয়েক প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড, জাতীয় পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডসহ ডজনখানেক জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া একশান এইড বাংলাদেশ, এমআরডিআই, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু ফেলোশিপও অর্জন করেছেন এই তরুণ সাংবাদিক।

বিভি/এজেড

মন্তব্য করুন: