• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

‘শিশুদের নোবেল খ্যাত শান্তি’ পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার সুদীপ্ত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২০, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘শিশুদের নোবেল খ্যাত শান্তি’ পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার সুদীপ্ত

শিশুদের জন্য নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫-এর মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তার নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক মনোনয়ন পেয়েছেন তিনি।

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি সাতক্ষীরা শহরের মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেঁজুতি দেবনাথ দম্পতির সন্তান। পিতা একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও মাতা একজন গৃহিণী।

প্রতিবছর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় অসাধারণ অবদান রাখা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।

গত তিন বছর ধরে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যা দূরীকরণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সুদীপ্ত। তার নেতৃত্বে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশুদের শিক্ষার প্রতি সচেতন হয়েছে।

শুধু মাঠপর্যায়ে নয়, অনলাইনেও তিনি একজন নির্ভীক কণ্ঠস্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও অধিকার’ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছেন তিনি। আয়োজন করেছেন ওয়েবিনার, কর্মশালা ও ডিজিটাল প্রচারণা। যেখানে শত শত কিশোর-কিশোরী অনুপ্রাণিত হয়েছে সমাজ বদলের আন্দোলনে।

নিজেও একজন প্রতিভাবান বিতার্কিক। জেলার বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সুদীপ্ত দেবনাথ জানান, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। শিশুদের নিয়ে কাজ করতে আমি গর্ববোধ করি। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের কল্যাণে কাজ করতে চাই।

বাবা যামিনী কুমার দেবনাথ জানান, ছোটবেলা থেকেই সুদীপ্ত অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে সে আন্তরিকভাবে কাজ করে। তার এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। আমরা চাই, সে আরও বড় হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করুক।

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিশু অধিকার পুরস্কার, যা অতীতে পেয়েছেন মালালা ইউসুফজাই, গ্রেটা থানবার্গসহ বিশ্বজুড়ে শিশু আন্দোলনের অগ্রণীরা। সেই ধারাবাহিকতায় এবার মনোনীত হলো সাতক্ষীরার সন্তান সুদীপ্ত দেবনাথ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2