• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন তারিক চয়ন

কুয়ালালামপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন তারিক চয়ন

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। পুরস্কারটি প্রদান করেছে আপটিমেজ গ্লোবাল (অস্ট্রেলিয়া/নেপাল) এবং এক্সিটো ইভেন্টস, অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, দ্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (আইইএ) মালয়েশিয়া ২০২৫ মঙ্গলবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুরের লিংকন ইউনিভার্সিটি কলেজে সম্পন্ন হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক ছিল উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অনিবার্য কারণবশতঃ তারিক চয়ন মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ না করতে পারলেও তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন, বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া’র সদস্য সচিব আরিফুল ইসলাম।

জমকালো এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আপটিমেজ গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মিস আনুজা আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো (অ্যাম্বাসেডর) ড. মোহদ ইউসুফ এ. বকর।

এ বছর মোট ১১টি দেশের বিশিষ্ট যুব আইকন, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে ২২ জনকে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও উদ্ভাবন খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যাটনিস গ্রিফিথস, বাংলাদেশের তারিক চয়ন, ফিলিপাইনের ড. আর্থার আমোরা ক্রুজাদা, ভারতের আরোহী শ্রীবাস্তব, নেপালের রজত কে. শ্রেষ্ঠা, যুক্তরাষ্ট্রের জেমস লামন্ট ডান, যুক্তরাজ্য/আলজেরিয়ার ফেলিসিয়া কেহলি, নেপালের ড. রামজি রাম, ড. শুভম কুমার আগরওয়াল, জনক খাকুরেল, লক্ষ্মণ पोखরেল, সাজান কাসপাল, কামাল খানাল এবং চন্দ্র নারায়ণ মণ্ডল।

অনুষ্ঠানে রোমানিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও যুক্তরাজ্যের অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদেরও গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিভাগে স্বীকৃতি দেওয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহদ ইউসুফ এ. বকর বলেন, এই উদ্যোগটি শিক্ষা, উদ্ভাবন ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে লিংকন ইউনিভার্সিটি কলেজের দৃষ্টিভঙ্গির সঙ্গে চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ।

আয়োজকবৃন্দ মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির প্রচারে তারিক চয়ন এর নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্ব প্রশংসনীয়। একজন অভিজ্ঞ সাংবাদিক ও কূটনৈতিক কর্মকর্তা হিসেবে তার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও নিঃস্বার্থ কর্মনিষ্ঠা এশিয়া ছাড়িয়ে সারা বিশ্বে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2