শাড়ি পরা রেট্রো ছবি বানানো ট্রেন্ড: কতটুকু সুরক্ষিত আপনার তথ্য?
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইন্সটাগ্রামে ইদানিং একটা নতুন ট্রেন্ড ভাইরাল হয়েছে। এআই ব্যবহার করে শাড়ি পরা ছবি তৈরি করছেন অনেকে। এই ছবি দেখে মনে হবে আটের বা নয়ের দশকের কোনও ছবি। এই ধরনের ছবিগুলো গুগলের ‘ন্যানো ব্যানানা’ এআই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিন্তু এই মজার ট্রেন্ডের আড়ালে প্রশ্ন উঠছে আপনার ব্যক্তিগত ছবির সুরক্ষা নিয়ে।
০১:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার