ওয়াশিংটনে মুশফিক ফজল আনসারীর ইমামতিতে ওসমান হাদির গায়েবানা জানাযা
ওয়াশিংটনে দারুল হুদা মসজিদে হাদির গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসফিকুল ফজল আনসারি। এতে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মুসলমনরা অংশগ্রহণ করেন। নামায শেষে মসফিকুল ফজল আনসারি বলেন, হাদি ছিলেন সৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদুত। এসময় তিনি হাদির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা লাখো মানুষের জমায়েত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসা শুরু করে মানুষ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দিতে দিতে জানাজাস্থলে আসেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মানুষের উপস্থিতি।
দুপুর পৌনে ১টার দিকে দেখা যায়, জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিরা নানান স্লোগান দিচ্ছেন। ‘ইনিকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাইয়ের বাংলায় ,আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আমরা সবাই হাদি হবো’ সহ নানান স্লোগান শোনা যায়।
বিভি/এসআই




মন্তব্য করুন: