৬৩ ভাষায় কথা বলা রোবট প্রচার করছে পুজোর থিম
প্রতি বছরই কলকাতার থিম পুজো নজর কাড়ে। তবে এ বছর একটু বেশি শোরগোল শোনা যাচ্ছে বাগুইআটির দক্ষিণপাড়া দুর্গোৎসবে। থিমের নাম ‘তাপাতঙ্ক’। ধূমপানের ক্ষতিকারক দিক মানুষের সামনে তুলে ধরছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। তার চেয়েও বেশি নজর কেড়েছে ‘তাপাতঙ্ক’-এ উপস্থিত অন্নপূর্ণা। ধূমপানের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিয়ে পুজোর থিম প্রচার করেছে কলকাতার রোবট ‘কন্যা’ অন্নপূর্ণা।
০৯:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার