• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট

পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনি পারভীনকে আদালতের রায় অনুযায়ী বিভাগীয় প্রধানের পদ না দেওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বরাবর পদত্যাগ পত্রে জনি পারভীন জানিয়েছেন, সাম্প্রতিক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে অপসারিত করা হয়েছে। পরে আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আদেশ স্থগিত ঘোষণা করে এবং বিভাগীয় প্রধান হিসেবে তার দায়িত্ব পালনে কোনোরকম বিঘ্ন ঘটাতে বারণ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের ওই রায় বাস্তবায়ন করেনি। তাদের দু’জন শিক্ষকের ওপর নানান রকম হটকারী ও নিয়ম বহির্ভুত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সাধারণ শিক্ষাকার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। প্রশাসনকে বার বার লিখিতভাবে অবগত করেও কোনো ফলাফল না পাওয়ায় আদালতের রায় বাস্তবায়নে অসহযোগিতা করায় প্রশাসনের অংশীদার হওয়াকে অনৈতিক বিবেচনায় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেন।

০৬:৪১ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার

শিরোনাম

১৯৯৬ সালে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছিলো আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী পররাষ্ট্র সচিবের সাথে ডোনাল্ড লুর বৈঠক; বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এখন কোনো অস্বস্তি নেই; লুর সাথে বৈঠক শেষে বলেছেন পরিবেশমন্ত্রী আজ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানীতে চলবে না,জানালেন সড়ক পরিবহন মন্ত্রী;ডাম্পিং নয় পুরনো ফিটনেসবিহীন বাস ধ্বংস করে দেয়া হবে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান; আগামী তিন মাসের মধ্যে শূন্যতে পৌঁছে যাবে রিজার্ভ মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না`র খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন উখিয়ার লাল পাহাড়ে র‌্যাবের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আরসার ২ সদস্য আটক প্যালেস্টাইন কোলার বাজিমাত, ২ মাসে বিক্রি ৪০ লাখ ক্যান! টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করবে টিম বাংলাদেশ