• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

অনির্বাচিত সরকার এলে অশুদ্ধ হবে সংবিধান, অশুদ্ধ হবে জনগণের জীবনমান : প্রধানমন্ত্রী

অনির্বাচিত সরকার এলে অশুদ্ধ হবে সংবিধান, অশুদ্ধ হবে জনগণের জীবনমান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে কিছু জ্ঞানীগুনী লোক আছেন, যারা বলেন, দুচার বছরের জন্য একটা অনির্বাচিত সরকার আসলে মহাভারত অশুদ্ধ হবে না। ২০০৭-২০০৮ সালে এসেছিল এমন সরকার। আমরা দেখেছি, তখন কী হয়েছিল, তখন এগাছের ছাল ওই গাছে লোগানোর জোড়াতালি দিয়ে দল গঠন করা হয়েছিল। অনির্বাচিত সরকার এলে মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে আমাদের সংবিধান। বাংলাদেশের জনগণের জীবনমান অশুদ্ধ হবে। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিলো। 

০৫:১০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার