• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২২, ১৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পর্যটকবাহী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মেনে শুক্রবার সকালে পর্যটকবাহী লঞ্চ সুন্দরবনের উদ্দেশে ছেড়ে গেছে। 

গত বুধবার সন্ধ্যায় হঠাৎ পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিলো খুলনা বিআইডব্লিউটিএ।

করোনার সংক্রমণ প্রতিরোধ ও দুর্ঘটনা এড়াতে ট্যুরিস্ট অপারেটরদের জন্য নতুন প্রজ্ঞাপনে ছয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে আছেঃ 
পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে, 
প্রতিটি লঞ্চে ৭৫ জনের বেশি পর্যটক নেওয়া যাবে না, 
প্রত্যেক পর্যটকের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবেন ট্যুর অপারেটররা, 
লঞ্চে ওঠানামার সময় প্রত্যেক পর্যটককে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, 
নদীর মাঝখান থেকে কোনো পর্যটক যেন লঞ্চে না ওঠেন, তা ট্যুর অপারেটরদের নিশ্চিত করতে হবে এবং
বিআইডব্লিউটিএ’র অনুমতি ছাড়া কোনো লঞ্চ যেন সুন্দরবন ভ্রমণে না যায়, সে বিষয় নিশ্চিত করতে হবে।

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2