• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দেশ ভ্রমণে নাজমুন নাহার

প্রকাশিত: ১৯:৩০, ১৭ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
দেশ ভ্রমণে নাজমুন নাহার

বাংলাদেশি ভ্রমণ কন্যা আবার বেড়িয়ে পরেছেন নতুন দেশ আবিষ্কারের নেশায়। এবার তিনি গেলেন আটলান্টিক মহাসাগরের মাঝের বিস্ময়কর দেশ- কেপ ভার্দে সিভি। নাজমুন নাহার নিজেই লিখেছেন রোমাঞ্চকর সেই ভ্রমণ শুরুর কথা....

 

লাল সবুজের পতাকা নিয়ে রওনা হলাম পৃথিবীর মাঝে লুকিয়ে থাকা আটলান্টিক মহাসাগরের মাঝে এক অপরূপ বিস্ময়কর দেশ- কেপ ভার্দেসিভি আবিষ্কার করার জন্য। এটি আমার বিশ্ব ভ্রমণের ১৫৯ তম দেশ। সমুদ্রের মধ্যে বিচ্ছিন্ন দশটি অপূর্ব সুন্দর দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। জীবনের আরেকটি দুরন্ত অধ্যায় রচিত হলো আফ্রিকা মহাদেশের দেশ কেপ ভার্দে অভিযাত্রার মাধ্যমে। ভৌগোলিকভাবে বিভিন্ন মহাদেশের ভূমি থেকে বিচ্ছিন্ন মহাসমুদ্রের মাঝে এই দেশটিতে যাওয়া এতটা সহজ নয়, তাও আবার ক্রিসমাসের এই দুরহ সময়ে। 

এখানে অভিযাত্রা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার । এই দেশটিতে যাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। সুইডেন থেকে প্রচন্ড তুষার ঝড়ের মাঝে এক ভয়ংকর পরিস্থিতিতে দীর্ঘ চার ঘন্টা ফ্লাইট ডিলের পর তুষার ঝড়ের মাঝেই আকাশে উড়েছিলো বিমানটি, জার্মানিতে দীর্ঘ ট্রানজিট শেষে জিব্রাল্টার এসেছিলাম। তারপর আমি বেশ কিছুদূর আটলান্টিক পাড়ি দিয়ে এখন কেপ ভার্দে সফরের উদ্দেশ্যে-আলহামদুলিল্লাহ। এরই মধ্যে সফর করেছি ইসরাইল, ফিলিস্তিন ও ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ জিব্রাল্ট্রর ??। বিজয়ের এই মাসেই পৃথিবীর ১৬০ দেশের মানচিত্রে উড়বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা। 

 

অপূর্ব এই পৃথিবীর মাঝে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্যই আমি অভিযাত্রা করে চলছি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দীর্ঘ ২২ বছর আমার এই অবিরত সংগ্রাম চলছে পৃথিবীতে। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো বিমানের যান্ত্রিক গোলযোগ, কখনো গুলির মুখোমুখি হওয়া, কখনো দুরন্ত পাহাড় অভিযানের শ্বাসকষ্ট, কিংবা সমুদ্রের নোনা জল খেতে খেতে রক্তাক্ত হয়ে গভীর সমুদ্রে ভেসে থাকার অভিজ্ঞতা, কিংবা আফ্রিকার গভীর জঙ্গলে না খেয়ে থাকার দীর্ঘ সময়। তবুও এই পৃথিবীর মাঝে আমার এই পথ চলাই যেন জীবনের এক বিশাল আশীর্বাদ।‌

মন্তব্য করুন: