গরমে মহাস্থানগড়ে কমে গেছে পর্যটক
গরমে পর্যটন ব্যবসায় ধস

একটানা তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে বগুড়ার পর্যটন ও তীর্থস্থান হিসেবে খ্যাত মহাস্থান গড়ের ব্যবসা-বাণিজ্য। অসহনীয় গরম থাকায় কমে গেছে পর্যটক ও তীর্থযাত্রীদের ভ্রমণ। আগামী সাতদিনেও এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে দাবদাহ। এরমধ্যে টানা ১৩ দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় হাঁসফাঁস অবস্থা বগুড়াবাসীর।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পর্যটন স্থান খ্যাত মহাস্থান গড়ে পর্যটক ও তীর্থযাত্রীদের আগমন কম হওয়ায় ব্যবসায়ে মন্দা অবস্থা।
অন্যদিকে, মাজার জিয়ারতকারীদের আগমন কমে যাওয়ায় সিন্নি হিসেবে আসা পোলাও ও খিচুরিও আসছে না। এতে ভান্ডারখানা থেকে ফকির, মিসকিন ও অভাবী মানুষদের মধ্যে খাদ্য বিতরণের যে টার্গেট থাকে তা পূরণ হচ্ছে না।
দীর্ঘ সময়ের দাবদাহ অতীতের রেকর্ড ভেঙ্গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা।
আবহাওয়ার ভালো কোন খবর পেতে আরো সপ্তাহখানেক সময় লাগবে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা।
বিভি/রিসি
মন্তব্য করুন: