নিখোঁজ ফারুক পাটোয়ারীর সন্ধান চায় পরিবার

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক পাটোয়ারী বাড়ির ফারুক হোসেন পাটোয়ারী (৪৫) নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় এপিক হেলথ কেয়ার (চট্টগ্রাম) এর সেলস এন্ড মার্কেটিং অফিসার।
গত ২ জুলাই সকাল ১১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে এখনো নিখোঁজ ফারুক। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
উনার অফিস ও পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করছেন। তবে, এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে নিচের নাম্বরে যোগাযোগ করবেন।
যোগাযোগ: 01984499636, 01984499664, 01984499556
বিভি/পিএইচ
মন্তব্য করুন: