পরিবেশবান্ধব স্টিম উদ্যোগে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড পাওয়ার

পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।
‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগের মাধ্যমে গ্যাস ইঞ্জিনের অপচয় হওয়া তাপ পুনঃব্যবহার করে শিল্পখাতে সবুজ বাষ্প সরবরাহ করা হয়। ২০১৪ সালে চালু হওয়া এ প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে ২৯ কোটি ৪০ লাখ কেজির বেশি পরিবেশবান্ধব বাষ্প, যার ফলে রোধ হয়েছে প্রায় ৪৯ হাজার ৫০০ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ৭ (পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো), ১২ (দায়িত্বশীল উৎপাদন ও ভোগ) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা)-তে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পাওয়ারকে এ সম্মাননা প্রদান করা হয়।
১২ জুলাই, র্যাডিসন ব্ল ঢাকা তে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক সম্মাননা গ্রহণ করেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: