• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিএসডি টাওয়ারে র‍্যাংগস ইলেকট্রনিক্সের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

প্রকাশিত: ১২:০৪, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সিএসডি টাওয়ারে র‍্যাংগস ইলেকট্রনিক্সের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

সনি-র‍্যাংগস খ্যাত র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন হয়েছে ঢাকা সেনানিবাসস্থ সিএসডি টাওয়ারে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) আড়ম্বর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলো সামরিক ও করপোরেট উভয় অঙ্গনের বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে ফিতা কেটে ও কেক কেটে আউটলেটটির শুভ উদ্বোধন করেন  সিএসডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাংগস গ্রুপ অব কোম্পানিজ-এর অ্যাডভাইজর মেজর মো. সোলায়মান তালুকদার (অবসরপ্রাপ্ত), সিএসডি ও র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই শুভ উদ্বোধন উপলক্ষে আউটলেটটিতে শুরু হয়েছে ৭ দিনের বিশেষ অফার। আকর্ষণীয় ছাড় ও উপহারে ভরপুর এই অফারটি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষভাবে, সামরিক বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য থাকছে অতিরিক্ত ছাড় ও সুবিধা।

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের এই ফ্ল্যাগশিপ স্টোরটি আধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় পণ্য এবং গ্রাহকসেবার মানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিএসডি টাওয়ারে অবস্থিত এই আউটলেটটি সেনানিবাস এলাকাবাসীর জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্মত ইলেকট্রনিক্স গন্তব্য হয়ে উঠবে বলে প্রত্যাশা।

বিভি/টিটি

মন্তব্য করুন: