উত্তরাঞ্চলে ইউএস বাংলা এয়ারলাইন্সের বেস্ট পার্টনার স্বীকৃতি পেল সিফাত বিডি ডটকম

দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের রংপুর বিভাগের সেরা যাত্রীসেবা প্রতিষ্ঠানের স্বীকৃতি পয়েছে রংপুরের সিফাত বিডি ডটকম। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে মালদ্বীপের ক্রস রোড ইভেন্ট হলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের সারা দেশের বিভিন্ন জোন এ যাত্রীসেবার ভিত্তিতে পুরস্কৃত করা হয়।
এর মধ্যে উত্তরবঙ্গের সেরা সেবা প্রদানকারি প্রতিষ্ঠান হিসাবে সিফাত বিডি ডটকমের পরিচালক জহুরুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন মহা ব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, হেড অব সেলস্ শফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
সিফাত বিডি ডটকমের পরিচালক জহুরুল ইসলাম জানিয়েছেন, গত এক যুগ ধরে রংপুর বিভাগে এক মাত্র এই প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন বেসরকারি বিমান কোম্পানির সেরা যাত্রীসেবার সম্মান পেয়েছে। এই পাওয়া শুধু তার নয়; এই অর্জন পুরো রংপুর বিভাগের। আগামীতে বিমান যাত্রী সেবায় আরো বড় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: