• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটির কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২০:২২, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:২৩, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটির কোরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদরাসা ও এতিমখানায় প্রায় ২০০ হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনও কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। স্বৈরাচারের প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন।’

মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া দেশের অভিভাবক। দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এই কামনা করি।’

এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সহ-সভাপতি কে. এম. রাশেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাজু আরাফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ, সদস্য অরণ্য পাশা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মুস্তাকিম বিল্লাহ, সাহিনুর ইসলাম রনি, সাকিল আহমেদ, আবু হানিফসহ অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। দোয়া মাহফিল শেষে হাফেজ ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2