• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

র‍্যাংগস ইলেকট্রনিক্স ও রেডিসন ব্লু’র মধ্যে এমওইউ স্বাক্ষর

প্রকাশিত: ২০:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪১, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
র‍্যাংগস ইলেকট্রনিক্স ও রেডিসন ব্লু’র মধ্যে এমওইউ স্বাক্ষর

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বিকাল ৪টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব জানে আলম এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের পক্ষে ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. ডুকো এভারেন ডি ভ্রিস চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ.এন.এম. মনজুরুল হক মজুমদার, চিফ এক্সিকিউটিভ অফিসার, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন; মেজর (অব.) মোহাম্মদ সোলায়মান তালুকদার, অ্যাডভাইজর, র‍্যাংগস গ্রুপ অব কোম্পানিজ; রাহেল রাব্বি, হেড অব পিআর অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স, র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, ডিরেক্টর অব ফিনান্স; মানফুজা মাসুদ চৌধুরী, সিনিয়র মার্কেটিং ম্যানেজার এবং শামীম আল মামুন, এসিস্ট্যান্ট ডিরেক্টর অব সেলস।

এই সমঝোতা স্মারকের আওতায় র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের  কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা বিশেষ সুবিধা এবং প্রণোদনা উপভোগ করবেন। পাশাপাশি ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন কর্পোরেট ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।

এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2