• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে আবেগঘন বার্তা আজহারীর

প্রকাশিত: ০১:১৮, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২২, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ওসমান হাদির মৃত্যুতে আবেগঘন বার্তা আজহারীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক আবেগঘন বার্তা শেয়ার করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা আজহারী ওসমান হাদিকে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে তুলনা করেন।

মাওলানা আজহারী তার পোস্টে লেখেন, “আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন— ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি আরও যোগ করেন, “আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।”

এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ওসমান হাদির ভূমিকা ছিল আপসহীন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থার জন্য দেশজুড়ে তার সহযোদ্ধা ও  শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছিলেন। তার এই বিদায়ে শোকাহত হয়ে পড়েছেন বহু সাধারণ মানুষ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2