• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

খেলার ছলে টাকা থেকে সব ছবি কেটে ফেললো শিশু, বাবা-মায়ের মাথায় হাত!

প্রকাশিত: ২৩:১২, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খেলার ছলে টাকা থেকে সব ছবি কেটে ফেললো শিশু, বাবা-মায়ের মাথায় হাত!

চীনের শানদং প্রদেশের কিংদাও শহরে পাঁচ বছর বয়সী শিশু ৫০ হাজার ইউয়ান (প্রায় ৮.৬ লাখ বাংলাদেশি টাকা) নগদ নোট কেটে ফেলেছে। খেলতে খেলতে সে সব নোট থেকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের ছবি কাঁচি দিয়ে আলাদা করে কেটে নেয়।

ইনস্টাগ্রামে ‘চায়না ট্রাভেলস’ এর একটি পোস্ট অনুযায়ী, বাড়িতে খেলতে থাকা শিশুটি তার হাতে থাকা কাগজগুলোর আর্থিক মূল্য সম্পর্কে কিছুই জানত না। সে এগুলোকে সম্ভবত হাতের কাজ বা শিল্পকর্মের উপকরণ ভেবেই কাঁচি ব্যবহার করে কেটে ফেলে।

বাবা বাড়ি ফিরে দেখেন, একসময় অক্ষত থাকা নোটগুলো আর বৈধ মুদ্রা হিসেবে চেনার উপায় নেই। সব আধুনিক চীনা ইউয়ান নোটে থাকা মাও জেদংয়ের ছবিগুলো খুব যত্ন করে কেটে আলাদা করা হয়েছে, আর বাকি অংশগুলো ছেঁড়া কাগজে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সেগুলো আবার জোড়া লাগানো বেশ কঠিন হবে।

জানা গেছে, বাবা ওই টাকা ঘরে লুকিয়ে রেখেছিলেন—সম্ভবত সঞ্চয় বা জরুরি তহবিল হিসেবে—এবং এমন অবস্থা হবে তা কল্পনাও করেননি।

মেঝে জুড়ে ছড়িয়ে ছিল মুদ্রার ছোট ছোট টুকরো। পুনরায় জোড়া লাগানোর প্রাথমিক চেষ্টাতেই নোটের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে পরিচিত ছবিটি, পুরোপুরি নষ্ট হয়ে যায়।

ঘটনাটি নিয়ে অনলাইনে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ শিশুটির বয়স অনুযায়ী এত নিখুঁত কাটাকাটিতে বিস্ময় প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, ‘পাঁচ বছরের শিশুর জন্য কাটার দক্ষতা সত্যিই দারুণ।’ আরেকজন লেখেন, ‘এত ছোট বয়সে ছবিটা এত সুন্দর করে কেটেছে।’ কেউ কেউ অবশ্য সন্দেহ প্রকাশ করে বলেন, এতগুলো নোট এত নিখুঁতভাবে একটি শিশু কেটেছে—এটা বিশ্বাস করা কঠিন।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, ক্ষতিগ্রস্ত নোটের বড় অংশ অক্ষত থাকলে সেগুলো বদলে নতুন নোট পাওয়া যায়।

তবে পুরো প্রতিকৃতি কেটে ফেলার মতো গুরুতর ক্ষতির ক্ষেত্রে সেই যোগ্যতা জটিল হয়ে পড়ে। এই ঘটনায় পরিবারটি পুরো অর্থ ফেরত পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2