• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন

প্রকাশিত: ১১:৫৮, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা নাগরিক সংগঠন সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন নতুন উদ্যমে দেশকে সৎ ও নৈতিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে ঘোষণা করেছে নতুন কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ইউসুফ হোসেন। 

নতুন নেতৃত্বের অধীনে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সংগঠনটি জানায়, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় নাগরিক সম্মেলন – দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬”।

এই সম্মেলনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃত্বকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনে সততা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার অঙ্গীকার নিশ্চিত করা।

নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, এই কনভেনশন শুধু একটি আয়োজন নয়; এটি হবে একটি জাতীয় অঙ্গীকারের মঞ্চ। যেখানে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দেবে।

সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন  বিশ্বাস করে—দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, যদি নাগরিকরা সচেতন হয়, যদি নেতৃত্ব হয় সৎ, এবং যদি রাষ্ট্র পরিচালনায় থাকে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

আগামী ৩০ জানুয়ারি ২০২৬-এর জাতীয় নাগরিক সম্মেলন সেই পরিবর্তনের সূচনা বিন্দু হিসেবেই ইতিহাসে স্থান করে নিতে যাচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: