চাকরিজীবীদের জন্য সুখবর! আগামী সপ্তাহে টানা ৪ দিনের ছুটি
ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) ছুটি।
এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই পাওয়া যাবে টানা ৪ দিনের ছুটি। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: