• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৬:০২, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত 

নবম বিসিএস ফোরাম সদস্যদের বার্ষিক সম্মিলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি (সোমবার) অফিসার্স ক্লাব ঢাকায় এটি অনুষ্ঠিত হয়।

নবম বিসিএস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ফোরামের মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মো. সামছুল আলম অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। 

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নবম ব্যাচের কর্মকর্তাগণ ১৯৯১ সালের ২৬ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই নবম বিসিএস ফোরাম ২৬ জানুয়ারি এ সম্মিলনীর আয়োজন করে। 

সম্মিলনীতে এ ব্যাচের কর্মকর্তাগণের সাথে তাদের পরিবারের সদস্যগণও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানসূচিতে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, ফেয়ারগেমস এবং সকলের জন্য কমন গিফট। নৈশভোজের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিভি/টিটি

মন্তব্য করুন: