বৃষ্টি কমে বাড়তে শুরু করবে তাপমাত্রা

আবহাওয়া ভবন
গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে টানা বৃষ্টিপাত। গত বৃহস্পতিবার মাত্র ৪ ঘণ্টায়ই ঢাকায় বৃষ্টি হয়েছে ১১৩ মিলিমিটার। এতে সৃষ্ট জলাবদ্ধতা চরম বিপাকে ফেলে দিয়েছে নগরবাসীকে। তবে আবহাওয়া অফিস বলছে, আগামী ৫ দিনে ধিরে ধিরে কমে আসছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা। বৃষ্টি কমার সাথে সাথে বাড়বে তাপমাত্রাও।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।
এদিকে সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূ্র্বাভাসে আবহাওয়া অফিস জানায়, এই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিন থেকে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
অপরদিকে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে।
একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া সিনপটিক অবস্থা তুলে ধরে বুলেটিনে জানানো হয়, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দূর্বল হয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বিভি/কেএস
মন্তব্য করুন: