বায়ুদূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষ শহর দিল্লি

ছবি: আউটলুক ইন্ডিয়া
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক অনুযায়ী শনিবার (২ ডিসেম্বর) সকালে বায়ুদূষণে শীর্ষে ছিলো ভারতীয় শহর দিল্লি। ঢাকার অবস্থান তৃতীয়।
দিল্লির স্কোর ৪২৩ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং শহরটির স্কোর ১৮৭। তৃতীয় অবস্থানে আছে রাজধানী ঢাকা। স্কোর ১৮০ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে। সূত্র: একিউআই ওয়েব
বিভি/এমআর
মন্তব্য করুন: