ঢাকায় স্বস্তি ফিরলেও তীব্র তাপদাহে বিপর্যস্ত চট্টগ্রাম
রাজধানীতে স্বস্তির বৃষ্টি নামলেও বৈশাখের খরতাপে অস্থির বন্দর নগরী চট্টগ্রামের জনজীবন। হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। এদিকে আবহাওয়া অফিসও চট্টগ্রামে দুয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনও সুখবর দিতে পারছে না।
প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে রিকশার উপর শুয়ে পড়েছেন এক রিকশাচালক। খা খা রোদে পুড়ছে সারা শহর। অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা।
যারা নানা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের নিদারুণ কষ্ট হচ্ছে গরমে। সবচেয়ে বেশি কষ্ট শ্রমজীবী মানুষের। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। ফলে ঘরে বাইরে সব জায়গাতেই ত্রাহি ত্রাহি অবস্থা নগরবাসীর।
কেবল মানুষ নয়, অতিরিক্ত তাপদাহে জীবন ওষ্ঠাগত চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণিকুলেরও। খাঁচার ভেতরে থাকা জলাধারে শরীর ডুবিয়ে কিংবা মুখ ডুবিয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে প্রাণিগুলো।
এদিকে, আবহাওয়া অফিসও বৃষ্টির কোনও সুখবর দিতে পারছে না। তীব্র দাবদাহে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শের পাশাপাশি শিশু ও বয়স্কদের দিকে বাড়তি নজর দেয়ার কথা বলছেন চিকিৎসকরা।
বিভি/রিসি
মন্তব্য করুন: