তাপদাহে পুড়ছে পুরো উত্তরাঞ্চল, তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা

তাপদাহে পুড়ছে পুরো উত্তরাঞ্চল। বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। এদিকে, সামনের দিনগুলোয় আরও তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের। তবে মৌসুমি রোগবালাই মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল ১৫ দিন ধরে এই অঞ্চলে সূর্য তাপ দিচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যের তাপ উপেক্ষা করে পেটের দায়ে মাঠে কাজ করলেও বেশিক্ষণ টিকতে পারছেন না শ্রমজীবীরা।
মেঘমুক্ত আকাশে অগ্নিশিখা। ভ্যাপসা গরমে যায় যায় অবস্থা। শান্তি নেই কোথাও। মাঠে কাজ করতে গেলে দুর্বল হচ্ছেন মানুষ। গেল ৫০ বছরে প্রকৃতির এমন বিরূপ দৃশ্য দেখেনি এখানকার মানুষ।
আবহাওয়া অফিস বলছে, সূর্যের এই তাপ সাধারণত জুন-জুলাইয়ে অনুভব হলেও এবছর অনেক আগেই ছড়িয়েছে। সামনের দিনে মৃদু, মাঝারি শেষে তীব্র তাপদাহ হতে পারে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য প্রধান ডা. এবি এম আবু হানিফ বলেছেন, গরমজনিত রোগ-বালাই ঠেকাতে সবরকমের প্রস্তুতি থাকলেও সব বয়সীদের তাপ সহিষ্ণু পোশাক পরিধানসহ টাটকা খাবার খাওয়ার পরামর্শ তাদের।
গরম মোকাবিলায় গোটা বিভাগে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় দু’হাজার স্বাস্থ্যকর্মী কাজ করছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: