• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাতে সামান্য বৃষ্টি হলেও দিনের দাবদাহে আবারও ভুগছে চুয়াডাঙ্গাবাসী

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৫৫, ২৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রাতে সামান্য বৃষ্টি হলেও দিনের দাবদাহে আবারও ভুগছে চুয়াডাঙ্গাবাসী

চুয়াডাঙ্গায় কয়েক দিনের তুলনায় আবারও বেড়েছে তাপমাত্রা। এতে জনজীবনে বেড়েছে অস্বস্তি। চুয়াডাঙ্গার কয়েক জায়গায় গতকাল রাত ১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। যা ১ দশমিক ৬ মিলিমিটার রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। এতেও স্বস্তি মেলেনি, সকাল থেকে আবারও উত্তপ্ত চুয়াডাঙ্গার জনপদ।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। দাবদাহে স্বস্তি মিলছে না কোথাও। গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। তবে ভ্যাপসা গরমে সেখানেও মিলছে না শান্তি। চলমান দাবদাহে ব্যহত হচ্ছে কৃষিকাজ। নষ্ট হচ্ছে ধান, আম, লিচু ও কলাসহ মাঠের অন্যান্য ফসল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গতকালের তুলনায় আজ তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে। এপ্রিল মাসজুড়ে এমন পরিস্থিতি থাকতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন: