• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৭২ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টি, বজ্রপাত ও কালবৈশাখীর পূর্বাভাস

প্রকাশিত: ১১:৫৬, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
৭২ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টি, বজ্রপাত ও কালবৈশাখীর পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার রাত দশটার দিকে প্রথমে ঝড়ো হাওয়া ও পরে শিলাবৃষ্টি হয় রাজধানীতে। আর গতকাল রবিবার (৫ মে) বিকেল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। 

এদিকে, রবিবার রাতের ঝড়ো হাওয়ায় মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর বেশিরভাগ এলাকায় ঝুম বৃষ্টির সাথে কোথাও কোথাও বড় আকৃতির শিলা পড়েছে। এসময় ব্যাপক বজ্রপাতও হয়। প্রায় দেড় ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কমলেও পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী টানা এক মাস তাপপ্রবাহের পর রাজধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। সোমবার থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে তাপপ্রবাহ আরো কমে যাবে এমন আশা আবহাওয়া অধিদপ্তরের। 

রবিবার বিকেল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2