সন্ধ্যার মধ্যে ৮ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

প্রতীকী ছবি
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও ফেনী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ। অত্যাধিক গরমে যখন দেশজুড়ে হাঁসফাঁস অবস্থা তখন আবহাওয়া অফিস জানালো দেশের ৮টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়।
শনিবার (১৮ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই সতর্কবার্তায় বলা হয়, আজ ১৮ মে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতেও বলেছে আবহাওয়া অধিদফতর।
বিভি/কেএস
মন্তব্য করুন: