• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বায়ুদূষণে আজকে ঢাকা বিশ্বে দ্বিতীয় 

প্রকাশিত: ০৯:৪১, ২১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বায়ুদূষণে আজকে ঢাকা বিশ্বে দ্বিতীয় 

বায়ুদূষণে জর্জরিত ঢাকার বাসিন্দারা। প্রায়দিনই বায়ু মানের সূচকের (একিউআই) শীর্ষে জায়গা করে নেয় ঢাকা। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ৩০৮ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। 

এ ছাড়া একিউআই স্কোর ৪৪৬ নিয়ে প্রথম স্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। ২৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়। ২১৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2