• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা  

প্রকাশিত: ১০:৪৭, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা  

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে থাকা ঢাকার বায়ুর স্কোর আজ (শনিবার) ২২৬, যা খুবই ‘অস্বাস্থ্যকর’।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, শহরটির স্কোর ১৮৯। চতুর্থ অবস্থানে ১৭৪ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই। পঞ্চম অবস্থানে ভিয়েতমানের রাজধানী হ্যানয়ের স্কোর ১৫৯।  

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: