• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তীব্র তাপপ্রবাহের শঙ্কা

প্রকাশিত: ১১:২৩, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
তীব্র তাপপ্রবাহের শঙ্কা

দেশে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি থাকলেও গরমের দাপট এখনও আছে। চলতি মাসে দেশের কোথাও কোথাও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া এ মাসে দুটি ঘূর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়েরও আভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলামের সই করা মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া চলতি মাসে দেশে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2