স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা, বজ্রপাতে কাঁপল আকাশ

ছবি: সংগৃহীত
তীব্র গরমের পর স্বস্তির পরশ নিয়ে রাজধানীতে নেমে এলো এক পশলা বৃষ্টি। দুপুর ৩টার দিকে হওয়া এই বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পায় নগরজীবন। মেঘের গর্জন ও বজ্রপাতের তীব্র শব্দে আকাশ-বাতাস কেঁপে উঠলেও, একরাশ প্রশান্তি এনে দেয় এই আকস্মিক বৃষ্টি। গরমে নাকাল মানুষ, প্রাণী ও প্রকৃতি যেন খানিকটা আরাম ফিরে পেয়েছে।
এদিকে, তীব্র গরমে শহরের রাস্তাঘাট ছিল প্রায় উত্তপ্ত। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। পথচারী ও খোলা জায়গায় কর্মরত মানুষজন চরম ভোগান্তিতে ছিলেন।
তবে হঠাৎ করে নামা এই বৃষ্টির কারণে অনেকেই পড়েন দুর্ভোগে। অনেক মানুষ ছাতা বা উপযুক্ত প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন রাস্তায়।
বাংলা ক্যালেন্ডার অনুসারে আজ বৈশাখ মাসের ৩১ তারিখ, অর্থাৎ বৈশাখের শেষ দিন। ইংরেজি মাসের মধ্য মে থেকে শুরু হবে বাংলা বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ। এর সঙ্গে শুরু হবে মৌসুমি বৃষ্টিপাতের আরও সক্রিয় সময়।
বিভি/আইজে
মন্তব্য করুন: