• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ‍দুপুরেই ৬ জেলায় ঝড়ের শঙ্কা

প্রকাশিত: ১১:২৬, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১১:২৮, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ‍দুপুরেই ৬ জেলায় ঝড়ের শঙ্কা

উত্তর বঙ্গোপসাগর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৭ আগস্ট) রাতে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়, ওড়িশা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুরোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, দুপুরের মধ্যে ছয় জেলায় ঝড়ে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: