• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ১৭:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা অথবা সন্নিহিত সময়ে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূত হতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার তথ্য অনুযায়ী বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি; তবে উজানে ভারতের আসাম প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা (২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2