ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকছে তাপমাত্রা

ফাইল ছবি
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই বলে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দিনের মধ্যে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিভি/এসজি
মন্তব্য করুন: