তিস্তায় বিপৎসীমার ওপরে পানি
রাতেই ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের শঙ্কা, পাঁচদিন বৃষ্টিপাতের আভাস

রাতের মধ্যেই ঢাকাসহ ৫ জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতি, শুক্র ও শনিবার (৯-১১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
উত্তরাঞ্চলের নদী অববাহিকাসমূহের বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদন:
বিগত ৪ থেকে ৬ অক্টোবর দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি অতি-দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। বর্তমানে নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে; তবে, তিস্তা নদীর কাউনিয়া (রংপুর) পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: