রাত বাড়ার সঙ্গে বাড়বে শীত, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সতর্কতা
ছবি: সংগৃহীত
সারাদেশে রাতের দিকে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও নদী তীরবর্তী অঞ্চলে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও তাপমাত্রা কমা ও কুয়াশার প্রবণতা বাড়তে পারে।
আজকের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে রাত গভীর হলে থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
২৭ ও ২৮ ডিসেম্বরেও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। চতুর্থ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমার আভাস রয়েছে।
২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে, ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: