• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

দেশজুড়ে শীতের দাপট বাড়ছে, জানুয়ারিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

প্রকাশিত: ১৫:০৩, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশজুড়ে শীতের দাপট বাড়ছে, জানুয়ারিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

পৌষের শুরু থেকেই শীতের দাপট ধীরে ধীরে বাড়ছিল, আর মাসের দ্বিতীয় সপ্তাহে এসে তা দেশজুড়ে আরও তীব্র রূপ নিয়েছে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, সূর্যের দেখা মিললেও তা থাকছে অল্প সময়ের জন্য। হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাস কনকনে ঠান্ডা আরও বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব পড়ছে স্বাভাবিক জনজীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং চলতি সপ্তাহের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের বিস্তার আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা গেছে, কোথাও কোথাও যা দুপুর পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি। রাজশাহী, রংপুরসহ উত্তরাঞ্চলে হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, শ্রমজীবী মানুষের কাজ কমে গেছে এবং ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। 

ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌপথে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখতে হয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচলও কয়েক ঘণ্টা ব্যাহত হয়। আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে এবং শীতের এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2