দেশে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড
নওগাঁর বাদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এই বছরের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। সারাদেশে তাপমাত্রা কমে আরও বাড়তে পারে শীত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত বাড়তে পারে। তবে আগামী দুইদিন কুয়াশা কমবে। সূর্যের দেখা মিলতে পারে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: