• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুই বিভাগে চলছে মৃদু তাপদাহ, দেশজুড়ে গরম বাড়বে আরও

প্রকাশিত: ১৭:৪৩, ১৬ মার্চ ২০২২

আপডেট: ১৭:৪৩, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দুই বিভাগে চলছে মৃদু তাপদাহ, দেশজুড়ে গরম বাড়বে আরও

প্রতীকী ছবি

আজ ফেনী ও সীতাকুণ্ড অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  যা আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে।  একইসঙ্গে সামান্য বাড়বে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা।

বুধবার (১৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  পরবর্তী ৩ দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর কাছাকাছি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং  এর আশপাশের এলাকায় অবস্থান করছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার সকালে সর্বোনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।  

বুধবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে  ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।  সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৬ মিনিটে হবে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।

বিভি/কেএস

মন্তব্য করুন: