• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঘূর্ণিঝড় অশনি’র গতি পরিবর্তন হতে পারে

প্রকাশিত: ১২:৩৮, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় অশনি’র গতি পরিবর্তন হতে পারে

ঘূর্ণিঝড় অশনি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ ৬৪ থেকে ১১৭ কিলো মিটার গতিবেগ রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ১,১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

মঙ্গলবার (১০ মে) দুপুরে আগারগাঁও আবহাওয়া অফিসের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক সানাউল হক মন্ডল।

সন্ধ্যা নাগাদ এটি প্রবল থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পাশাপাশি দূর্বল হয়ে গতি পরিবর্তন হতে পারে। এমনকি, ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অফিস। তবে, এখন পর্যন্ত বাংলাদেশে আঘাতহানার কোনো সম্ভাবনা নেই বলে জানান এই আবহাওয়াবিদ। 

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সকল নৌকাকে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুদিন সারাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক সানাউল হক মন্ডল।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন: