• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গুরুত্বহীন অশনি, সতর্ক সংকেত নামিয়ে নিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশিত: ১২:৪১, ১২ মে ২০২২

আপডেট: ১২:৪১, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
গুরুত্বহীন অশনি, সতর্ক সংকেত নামিয়ে নিয়েছে আবহাওয়া অফিস

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বৃহস্পতিবার সকাল ৬টায় উপকূলীয় অন্ধ্র প্রদেশের স্থলভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ঘূর্ণিঝড়কে ঘিরে দেওয়া আবহাওয়ার সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অশনি ক্রমন্বয়ে আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানানো হয়।

অশনি দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতেও বলেছে আবহাওয়া অধিদফত।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলেছে আবহাওয়া অফিস।

বিভি/কেএস

মন্তব্য করুন: