• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গভীর রাতে ঢাকায় ঢুকবে সিত্রাং

প্রকাশিত: ২১:০৮, ২৪ অক্টোবর ২০২২

আপডেট: ২২:৪২, ২৪ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
গভীর রাতে ঢাকায় ঢুকবে সিত্রাং

রাত সাড়ে ১১টার পরে ফরিদপুর হয়ে ঢাকায় প্রবেশ করে সিলেটের দিকে যাবে ঘূর্ণিঝড় 'সিত্রাং'। ঢাকায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হতে পারে। সেই সঙ্গে হতে পারে প্রবল বর্ষণ।

বাংলাভিশনকে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ।

বরিশাল ও চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি ভোলার কাছ দিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং। সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টির চোখ উপকূলে প্রবেশ করে।

সিলেটের কাছাকাছি যাওয়া পর্যন্ত সিভিয়ার সাইক্লোন আকারে থাকবে এটি। ভোর নাগাদ সিলেটে পৌঁছে যাবে বলে ধারণা করছে আবহাওয়া বিশ্লেষকরা।

ঝড়ের বাম অংশটি ছুটে ভোলা থেকে কক্সবাজার উপকূলের দিকে রয়েছে। এটি আঘাত করলে ঝড়-জলোচ্ছ্বাস বাড়বে। সিত্রাংয়ের প্রভাবে রাত থেকে নোয়াখালী-কক্সবাজার উপকূলে জলোচ্ছ্বাস বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মেঘগুলো আগেই ছুটে ঢুকে পড়ায় সিত্রাং কিছুটা দুর্বল হয়েছে। বৃষ্টিপাত আগামী আরও দুইদিন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: তিন কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড় সিত্রাং

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2