• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ পাওয়ার শঙ্কা

প্রকাশিত: ১৬:০৭, ৩ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ পাওয়ার শঙ্কা

আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ পাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থাটি।

শনিবার (৩ ডিসেম্বর)  সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে। 

এতে বলা হয়, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ  উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যস্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৭ মিনিটে হবে বলেও জানানো হয়।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2