• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাঘের প্রথম দিন থেকেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ০০:৫০, ১৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ০০:৫৪, ১৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মাঘের প্রথম দিন থেকেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

মাঘ মাসের প্রথম দিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ (বিএমডি)। রবিবার (১৫ জানুয়ারি) শুরু দেশের সবচেয়ে শীতকালীন মাস মাঘ। রবিবার বা সোমবার থেকে শীত আবারো জেঁকে বসতে পারে। ওই সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।  

বিএমডি বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ অবস্থান করছে। এরপরও শনিবার (১৪ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। দেশের বাকি এলাকাগুলোতে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

গত কয়েক দিনের মতো শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিলেছে। সূর্যের উপস্থিতি ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা বাড়িয়ে রাখতে সহায়তা করছে। যে কারণে দেশের বেশির ভাগ এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রির উপরে ছিলো। 

বিভি/এমআর

মন্তব্য করুন: