• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নৌ বন্দরে সতর্ক সংকেত

প্রকাশিত: ১৫:৩৬, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নৌ বন্দরে সতর্ক সংকেত

প্রতীকী ছবি

আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকালে এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানায় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্ক কেন্দ্র। 

সতর্কবার্তায় বলা হয়,  আজ ২০ মার্চ সকাল ০৯.৩০ টা থেকে  সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই সময়ে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। একইসঙ্গে আগামী ৩ দিনের পূর্বাভাসে বলা হয়, এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা কমে আসবে এবং তাপমাত্রা বাড়বে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক  লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়াচিত্র তুলে ধরে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজশাহীতে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নিকলিতে ৬১ মিলিমিটার এবং ঢাকায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ০৩ মিনিটে হবে বলেও পূর্বাভাসে জানানো হয়।

বিভি/কেএস

মন্তব্য করুন: