‘রুহি’ কী পারবে শ্রীদেবীকন্যা জাহ্নবির ক্যারিয়ারের মোড় ঘোরাতে?

রেজাউল করিম খোকন
রূপালি পর্দায় ভুতের গল্প দেখতে চান অনেক দর্শক। গা ছমছম করা দৃশ্যগুলো তাদের মনে ভয় ধরায় বটে। তবে এর মাধ্যমে তারা এক ধরনের বিনোদন লাভ করে। হলিউড বলিউড টালিউড সবখানেই ভৌতিক কাহিনীর সিনেমা হয়। এ ধরনের সিনেমা বক্স অফিসেও বেশ ব্যবসা করে। বলিউডে হরর ধাঁচের সিনেমার চাহিদা রয়েছে বলে বছরে তেমন বেশ কিছু সিনেমা মুক্তি পায়। গত বছর আমরা তেমনি একটি সিনেমা ‘লাক্সমি’ দেখেছি। যার প্রধান তারকা ছিলেন অক্ষয় কুমার। যদিও ‘লাক্সমি’ ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি সেভাবে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল হরর ধাঁচের একটি হিন্দি সিনেমা ‘স্ত্রী’। যার মূল ভূমিকায় অভিনয় করেন শ্রদ্ধা কাপুর। গভীর রাতে গ্রামের বাড়ির দরজায় এসে কড়া নাড়ে রহস্যময়ী এক তরুণী। সেই রহস্যময়ী সুন্দরী তরুণীর আহ্বানে সাড়া দিয়ে যারা ঘর থেকে বেরিয়ে আসে তারাই নিখোঁজ হয়ে যায়। কোনোভাবেই তাদের খুঁজে পাওয়া যায় না কোথাও। তেমনি ভৌতিক কাহিনীর ছবি ‘স্ত্রী’ বছরের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি হিসেবে বিবেচিত হয়েছিল।
একই নির্মাতা প্রতিষ্ঠান থেকে তেমনি ভৌতিক কাহিনীর আরেকটি নতুন ছবি ‘রুহি’ নির্মিত হয়েছে। শুরুতে যার নাম ছিল ‘রুহি আফজানা’। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে হরর কমেডি ধাঁচের ছবিটি। রুহি নামের একটি মেয়ের ওপর ভর করে এক অতৃপ্ত আত্মা। যার কাজ হলো বিয়ের আসর থেকে বরদের তুলে নেওয়া। সেই ভুতের আছর হওয়া তরুণী রুহিকে কেন্দ্র করে এ ছবির মজার ভৌতিক গল্পটি আবর্তিত হয়েছে। ‘রুহি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবি কাপুর। এ ধরনের রোলে তার আগে অভিনয় করা হয়নি। বলা যায়, তার জন্য নতুন এক অভিজ্ঞতা ‘রুহি’ ছবিটি।
বলিউডে তার পথচলা খুব বেশিদিনের নয়। গেল সপ্তাহে ২৪-এ পা রেখেছেন, আর এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন একটি সিনেমা। জাহ্নবি কাপুরের সময়টা বেশ ভালোই যাচ্ছে বলা যায়। তার নতুন সিনেমা ‘রুহি’র প্রচারণা কাজে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে গত বেশ কয়েকটি দিন। সবাইকে ছবিটি দেখতে উৎসাহী করে তুলতে যা কিছু করা প্রয়োজন, জাহ্নবি তাই করার চেষ্টা করেছেন। কারণ, করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় একবছর সিনেমা হল বন্ধ থাকার পর হালে আবার আগের মত পরিপূর্ণ দর্শক নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। গত বছর সিনেমা হল বন্ধ থাকার সময় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিকক্সে জাহ্নবি অভিনীত একটি বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ মুক্তি পেয়েছিল। ছবিটি নিয়ে জাহ্নবির যতটা উচ্চাশা ছিল ঠিক ততটা পূরণ হয়নি। ভারত-পাকিস্তান কারগিল সীমান্ত যুদ্ধে দুঃসাহসী এক তরুণী বৈমানিকের অসাধারণ বীরত্ব প্রদর্শনের বাস্তব গল্প নিয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ লাভ তার জন্য একটি বড় প্রাপ্তি ছিল। জাহ্নবি মনপ্রাণ ঢেলে কাজও করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে ছবিটি মুক্তি পাওয়ায় উপযুক্ত সাড়া মেলেনি।
[caption id="attachment_77225" align="aligncenter" width="389"]‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ ছবির পোস্টার[/caption]
সেই অপ্রাপ্তির হতাশা বুকে চেপে রেখে নতুন কিছু অর্জনের আশায় অপেক্ষায় ছিলেন শ্রীদেবী কন্যা। মা ছিলেন বলিউড তথা ভারতীয় সিনেমার একজন জনপ্রিয়, কিংবদন্তী তারকা অভিনেত্রী। যার সিনেমা দেখার জন্য দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়তো। বাবা বনি কাপুর একজন ডাকসাইটে চলচ্চিত্র প্রযোজক। চাচা অনিল কাপুর হিন্দি সিনেমার সুপারস্টার অভিনেতা। সৎভাই অর্জুন কাপুরও একজন ভালো অভিনেতা। চাচাতো বোন সোনম কাপুর বলিউডের মোস্ট ফ্যাশনবল সুপার অ্যাকট্রেস। তেমন এক বিখ্যাত খান্দান থেকে আসা জাহ্নবি কাপুর স্বাভাবিকভাবেই সবার আলাদা মনোযোগ আকর্ষণ করবেন। ২০১৮ সালে নায়িকা হিসেবে তার অভিষেক রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমা ‘ধাড়াক’ এর মাধ্যমে। প্রথম অভিনীত ছবিতেই নিজেকে সম্ভাবনাময়ী হিসেবে প্রমাণ করতে পেরেছেন শ্রীদেবী তনয়া। যদিও সাফল্য অর্জনের ক্ষেত্রে এখনও প্রয়াত মায়ের ধাঁরে কাছে পৌঁছুতে পারেননি এই তরুণী।
[caption id="attachment_77229" align="aligncenter" width="715"] বাবা-মা ও বোনের সঙ্গে জাহ্নবি[/caption]
বলিউডের তারকা পরিবার থেকে আসা ছেলে মেয়েরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন- এমন অভিযোগ তুলে একটি মহল সোচ্চার হলেও স্বজনপোষণ অর্থাৎ নেপোটিজমের কবল থেকে মুক্ত হয়নি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। নিজের যোগ্যতা পূরণের সুযোগ খুঁজতে থাকা জাহ্নবি কাপুরকে ‘ধাড়াক’ এ চমৎকার অভিনয়ে দর্শকদের মুগ্ধ করার পর তাকে গত বছর ‘ঘোস্ট স্টোরিজ’, ‘আংরেজি মিডিয়াম’ এবং ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিগুলোতে দেখা গেছে। আর এ সপ্তাহে আসছে জাহ্নবির নতুন ছবি ‘রুহি’। ইতোমধ্যে ছবিটির ট্রেলার, টিজার দেখে দর্শক জাহ্নবির পারফরমেন্সে আকৃষ্ট হয়েছেন।
একই ধাঁচের গল্প নিয়ে নির্মিত কয়েকবছর আগে ‘স্ত্রী’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া তুলেছিল। সেখানে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। একই ধরনের আরেকটি চরিত্রে দর্শকদের সামনে আসা প্রসঙ্গে জাহ্নবি কৌশলী মন্তব্য করে বলেন, ‘স্ত্রী’ এবং ‘রুহি’- দুটি আলাদা সিনেমা। শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’ আর জাহ্নবি কাপুরের ‘রুহি’তে তো ভিন্নতা থাকবেই। আমি আমার মত করে রূপায়ণের সর্বাত্মক চেষ্টা করেছি রুহি চরিত্রটি। দর্শক নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন।
ওদিকে আরেকটি সাড়া জাগানো সিনেমা ‘দোস্তানা’র সিক্যুয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবি। আগের ছবিতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে দেশি গার্ল সেজে রীতিমতো ক্রেজ সৃষ্টি করেছিলেন তিনি। এবার ‘দোস্তানা টু’তে জাহ্নবি কেমন সাড়া জাগাবেন, অনেকেই প্রশ্ন করছেন। যার প্রেক্ষিতে তিনি বলেন, ‘আগের ছবির গল্প এবং পাত্রপাত্রীদের সাথে এবারেরটির কোনো মিল নেই। এখানে আমি অন্য একটি চরিত্রে অভিনয় করছি। অতএব, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আমার তুলনা আসছে কীভাবে?’ জাহ্নবি কাপুর এছাড়াও আনন্দ এল রাই প্রযোজিত ‘গুড লাক জেরি’ ছবির শ্যুটিং করছেন গত জানুয়ারি থেকে। আগামী জুন থেকে শুটিং শুরু হবে তার নতুন একটি থ্রিলার সিনেমার, যা একটি মালায়মাল সুপারহিট সিনেমার রিমেক। করণ জোহরের বহু তারকাখচিত ঐতিহাসিক ঘরানার ছবি ‘তখত’ এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও তাকে দেখা যাবে। সব মিলিয়ে বর্তমান জাহ্নবির ক্যারিয়ারে নতুন মোড় সৃষ্টি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হয়।