বিপিএল অনুশীলনে মাথায় আঘাত, হাসপাতালে শরিফুল ইসলাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের অনুশীলন সেশনে দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ধাক্কা লাগায় মাথার এক পাশে আঘাত পান তিনি। ঘটনাটি অনুশীলনের মাঝপথেই ঘটে, যার পরপরই টিম মেডিক্যাল স্টাফরা তাকে পর্যবেক্ষণে নেন।
জানা গেছে, আঘাতের আগে থেকেই কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন শরিফুল, ফলে বাড়তি সতর্কতার বিষয়টি গুরুত্ব পায়।
দলের আসন্ন ম্যাচ থাকলেও কোনো ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চোট গুরুতর বলে মনে না হলেও মাথায় আঘাত পাওয়ায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দলের একজন দায়িত্বশীল সদস্য বলেন, আপাতত পরিস্থিতি আশঙ্কাজনক নয়, তবে রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই শরিফুলের খেলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভি/টিটি




মন্তব্য করুন: